গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

সুমনা

 সুমনা

মোঃ আরিফ হোসেন 

                            

সুমনা ফুল ভালবাসে

জানিনা সুমনা ভালবাস কিনা

শুধু জানি তুমি আমার শুধু একজনা 


যদি ভালবাসতে 

কত রঙে হাসতে 

আজ হাসনা একটুও

তাহলে কেমনে বুঝব 'ভালবাসি'?

যায়না, বোঝা যায়না। 


সুমনা কতবার আমি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করলাম, একদিনও বললেনা।হায় হায় সুমনা, এ কেমন তুমি?  তোমা' একটুও বোঝা যায়না। 

সুমনা আমি তোমাকে অনেক ভালবাসি, তাইতো দাঁড়িছিলাম নদীর পাড়ে, তুমি আসলেনা- হায় হায় সুমনা এ কেমন ভালবাসা তোমার আমা' একবারও বললেনা!

"সুৃমনা ভালবাসি বলেই তো নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তানাহলে কি দাঁড়াতাম?" -সে কথা তুমি বললেনা, আমায় একবার বললেনা, হায় মরি সুমনা!

সুমনা যে যাকে ভালবাসে তার জন্য পাগল থাকে, তুমি পাগল হলেনা - হায় এ কেমন ভালবাসা তোমার আমা' একবার বললেনা!

সুমনা নদীর কাছে ফুল ফোটে, সে ফুল এনে আমি তোমাকে দেব তুমি ভালবাসবে কিনা,  তানাহলে মরে যাব,  -আমায় একবার বললেনা। 

সুমনা পথের ধারে ফুল ফোটে, সে ফুল এনে দিয়েছিলাম অনেক আগে-সে কথা বললেনা, আমায় একবার বললেনা। 

সুৃমনা আবার যদি পদ্মার পাড়ে যাও সাথে নিয়ে যেও লাঠি, তানাহলে তুমি মারা যাবে, সেথা এক বিরাট সাপ,  এ কথা ভুলনা, ভুলেও ভোলা যাবেনা।

সুমনা সূর্য যখন অস্ত যায় সন্ধ্যা তখন ঘনিয়ে আসে, আমায় একবার বললেনা, একটি দিনের জন্যও বললেনা।

সুৃমনা তুমি কেন নীল শাড়ি পরনা? নীল শাড়িত' তোমা' খুব সুন্দর লাগে। তুমি এখন থেকে নিয়মিত নীল শাড়ি পোরো।

সুমনা আর ঘুমাইওনা, এবার উঠ, উঠে দেখ সূর্য উঠেছে,  কি সুন্দর বাতাস!

সুমনা যদি ঘুমিয়ে পড় আমার নাম ভুলনা,  যদি কখনও ভুলেও ভুলে যাও সে তুমি ভুলনা, কখনও ভুলনা। 


Comments

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)